Sobujbangla.com | আপাতত রোহিঙ্গারা যাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী।
News Head

আপাতত রোহিঙ্গারা যাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী।

  |  ১৭:০৫, নভেম্বর ১৫, ২০১৮

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে এ কথা বলেন তিনি। এ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
আপাতত রোহিঙ্গারা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিভিন্ন শরণার্থী শিবিরের নেতৃস্থানীয় রোহিঙ্গাদের নিয়ে রাখাইনের পরিস্থিতি সরেজমিন দেখতে যাওয়ার প্রস্তাব মিয়ানমারকে দেয়া হবে। এরপর রোহিঙ্গা প্রত্যাবাসনের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশীদের আগ্রহ আছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। আগ্রহীদের পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মাহমুদ আলী। এরআগে, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ