Sobujbangla.com | লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে সড়কের পাশ থেকে।
News Head

লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে সড়কের পাশ থেকে।

  |  ২১:০৭, এপ্রিল ১২, ২০২৪

কোম্পানীগঞ্জের কাঠালবাড়ী রাস্তার পাশের খাল থেকে এক লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবুল ইসলাম বাবুল (৪৮)। উপজেলার উত্তর ইসলামপুরের তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, বাবুল ইসলামের ব্যবহৃর মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্স ভাঙ্গা এবং তার মাথায় জখম ও পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে খালের পানিতে পাওয়া যায়। তবে পরিবারের দাবি কেউ পরিকল্পিত ভাবে বাবুলকে হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ জানান, সকাল সাড়ে ৬টায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এক্সিডেন্ট। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি অন্য কিছু।  লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ