Sobujbangla.com | আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

  |  ১৬:৫০, সেপ্টেম্বর ২৫, ২০২৪

বাংলাদেশে ২০১৭ সাল থেকে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রহিঙ্গা, এবার সেই রহিঙ্গাদের জন্য নতুন করে আরও ১৯৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা,
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম  অধিবেশনের একটি এভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্টের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারী উজরা জিয়া, ঘোষনার পরে যুক্তরাষ্ট্রের ডিপার্ট্মেন্ট অব  স্ট্রেট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করে,
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অনুদানের মধ্যে ৭০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন,রিফিউজি এন্ড মাইগ্রেশন বিভাগ, বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি,  ইউএসএআইডির ১২৯ মিলিয়ন ডলারেরমধ্যে ৭৮ মিলিয়ন আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাবার কেনা,পরিবহন এবং বিতরণে সাহায্য করবে,
এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মার্কিন এই সহায়তা সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে, এবং দুর্যোগ থেকে তাদের বাঁচাতে রক্ষাকবজ হিসেবে কাজ করবে, সেই সঙ্গে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিবে, সাথে এই অনুদান শরনার্থীদের দ্রুত দেশে ফেরার অনুপ্রেরনাও যোগাবে,
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয়দের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে ২.১ বিলিয়নই এসেছে বাংলাদেশে, এই অনুদানের ১.৩ বিলিয়ন ডলার  সারাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন ,রিফিউজি এ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে, ।

এ বিভাগের অন্যান্য সংবাদ