Sobujbangla.com | সার্বজনীন পেনশন স্কিম সেবা কার্যক্রম অবহিতকরণ সভা।
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

সার্বজনীন পেনশন স্কিম সেবা কার্যক্রম অবহিতকরণ সভা।

  |  ১৮:১৬, মার্চ ২৮, ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির উদ্দোগে সার্বজনিন পেনশন স্কিম, সেবা কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে,।
বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত “সর্বজনীন পেনশন স্কিম” সেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্য স্টোকহোল্ডারগণের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়,।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সার্বজনীন পেনশন স্কিম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গোয়াইনঘাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাওছার আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, এম নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, বিছনাকান্দি ইউনিয়নের প্রশাসক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত, ইউপি সচিব আব্দুল্লাহ,কামরুজ্জামান, আবদুর রব,অভিলাষ বিশ্বাস প্রমুখ,।

এ বিভাগের অন্যান্য সংবাদ