Sobujbangla.com | দোয়ারাবাজারে অধ্যক্ষ অপসারণের বিক্ষোভের পাল্টা প্রতিবাদ।
News Head

দোয়ারাবাজারে অধ্যক্ষ অপসারণের বিক্ষোভের পাল্টা প্রতিবাদ।

  |  ১৬:২৮, নভেম্বর ১৩, ২০১৮

দোয়ারাবাজারে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশের পাল্টা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, শিক্ষক,_শিক্ষার্থী ও অভিভাবকরা পাল্টা প্রতিবাদ সভা করেছেন। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো, মিলন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল বলেছেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন
করতে এবং আমাকে হেয় প্রতিপন্ন করতে ভিত্তিহীন অভিযোগ এনে সোমবার স্থানীয় বগুলাবাজারে
বিক্ষোভ সমাবেশ করেছেন। এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি গভর্নিংবডি ও এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেকই নেওয়া হচ্ছে। ষড়যন্ত্রমূলক প্রতিবাদ ওবিক্ষোভের নামে কিছু সংখ্যক স্থানীয় প্রভাবশালীরা আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে উঠেপড়ে লেগেছেন। আমি কখনও দূর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত নয়। আমি সম্পুর্ণ ব্যক্তি আক্রোশ ও ষড়যন্ত্রের শিকার। বর্তমানে তারা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আকন্দ, প্রাক্তন ইউপি সদস্য শাহ আলম, বর্তমান শিক্ষানুরাগী সদস্য ছিদ্দিকুর রহমান, দাতা সদস্য রশিদুল ইসলাম পারভেজ, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, লাভলী আক্তার, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন, প্রভাষক লুৎফুর রহমান শাহীন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ