Sobujbangla.com | বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
News Head

বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

  |  ১১:১৬, নভেম্বর ১০, ২০১৮

বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হলেও তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যদিকে, কোন রকম যুক্তি না মেনে তাড়াহুড়ো করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান। সকালে রাজধানীতে সুজন আয়োজিত নির্বাচন অলিম্পিয়াডের ফল ঘোষণার অনুষ্ঠানে এ কথা বলেন তাঁরা।

এবারই প্রথমবারের মত ভোটার হয়েছেন, সারাদেশের এমন সব তরুণদের নির্বাচন ও গণতন্ত্রের প্রতি উৎসাহী করে তুলতে সুজন আয়োজন করেছে নির্বাচন অলিম্পিয়াড। আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারিদের সঙ্গে কথপোকথন হয় দেশের বিশিষ্ট নাগরিকদের। তরুণদের প্রশ্ন ছিলো বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচার আটক প্রসঙ্গে।

জানুয়ারি পর্যন্ত সময় থাকার পরও কেন পরিক্ষার মাস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের তোড়জোর? এমন প্রশ্নও ছিলো নবীনদের। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইভিএম নিয়ে তাঁর উৎকণ্ঠা তুলে ধরেন। পরিবেশবাদী আইনজীবি রিজওয়ানা সিদ্দিকী বলেন, জনগণের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ে বাতিল হওয়া ঠিক হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ