Sobujbangla.com | সিলেটে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
News Head

সিলেটে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

  |  ১১:৫৮, সেপ্টেম্বর ২২, ২০১৮

সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালিত হয়েছে। অভিযানে তিন মাদকব্যবসায়ীকে হাতেনাতে আটকের পর মোবাইল কোর্টেও মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।

শুক্রবার বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন, কায়েস্তরাইল, ধানুরহাটার পাড়, আখালিয়া ও তারাপুর চা বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: এরশাদ মিয়ার উপস্থিতিতে পরিচালিত অভিযানে ৪টি মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়েছে এবং ১জন নারীসহ ৩জন আসামীকে বিভিন্ন মেয়াদে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়েছে।

দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা ও গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ র‌্যাব, এসএমপি এবং এপিবিএন এর প্রায় ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ