Sobujbangla.com | দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় হাসিনা-মোদির
News Head

দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় হাসিনা-মোদির

  |  ১৭:৪৮, সেপ্টেম্বর ১৮, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারতের শিলিগুড়ি হতে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ উভয় দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ইতিহাসে আরেকটি মাইলফলক। এটি হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম পাইপলাইন যা দিয়ে ভারতের আসাম রাজ্যের শিলিগুঁড়িতে অবস্থিত নোমালিগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে বছরে আড়াই লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে এবং তা পর্যায়ক্রমে চার লাখ মেট্রিক টনে উন্নীত হবে। ২০১৬ সালের মার্চ মাসে ভারত থেকে রেল ওয়াগানের মাধ্যমে ডিজেল আমদানির একটি চালান বাংলাদেশে এসেছিল। এসব প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
শেখ হাসিনা বলেন, ‘ঢাকা-টঙ্গী সেকশন তৃতীয় চতুর্থ ডুয়েল গ্যাস লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনের ডুয়েল ডাবল গ্যাস লাইন নির্মাণকাজের উদ্বোধন করা হলো। ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় চতুর্থ ডুয়েল গ্যাস লাইন ও টঙ্গী-জয়দেবপুর সেকশনের ডুয়েল ডাবল গ্যাস লাইন চালু হলে ঢাকা থেকে পদ্মা সেতুতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাচ্ছন্দ্যপূর্ণ ও দ্রুততর হবে। এ প্রকল্পের অবস্থান কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। প্রকল্পটির আওতায় রেলওয়ের অবকাঠামোসহ ৯৬ কিলোমিটার ডুয়েল গেজে রেললাইন নির্মাণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ