Sobujbangla.com | আশুরায় জঙ্গি হামলার শংকা নেই: ডিএমপি
News Head

আশুরায় জঙ্গি হামলার শংকা নেই: ডিএমপি

  |  ১৭:৩১, সেপ্টেম্বর ১৮, ২০১৮

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও ব্যাগ বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। একইসঙ্গে মিছিলে আতশবাজি, পট্কা ফাটানো এবং উচ্চ শব্দে স্পীকার বাজানো নিষিদ্ধ করা হয়েছে । মঙ্গলবার সকালে পুরান ঢাকা হোসনী দালান ইমাম বাড়া পরিদর্শনে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এ সময় তিনি ঐ এলাকার নিরাপত্তার বিভিন্ন দিক যাচাই করে দেখেন এবং কমিটির লোকজনের সাথেও কথা বলেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ মহরম থেকে ১০ মহরম পর্যন্ত রাজধানীর হোসনী দালানসহ বিভিন্ন ঈমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান হবে, এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।

জরুরি সার্ভিসের জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন টিম প্রস্তুত থাকবে। এছাড়া রাতে তাজিয়া মিছিলে কোনও ধরনের ধাতব এবং দাহ্য পদার্থ নিয়ে অংশগ্রহণ করা যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ