Sobujbangla.com | উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী
News Head

উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী

  |  ২০:১৭, সেপ্টেম্বর ০২, ২০১৮

উৎসবমুখর পরিবেশে সিলেটে সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘জন্মাষ্টমী’ পালিত হচ্ছে।

রোববার জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে মনিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল সোয়া ১০টায় নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন মন্দির ও সংঘটন থেকে ব্যানার ফেস্টুনসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারীপুরুষ ও শিশুকিশোরেরা অংশ নেন।

শোভাযাত্রার শুরুতে উদ্বোধনী বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগতের শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। দেশের ও জগতের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আদর্শ প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, বিক্রম কর সম্রাট, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪২৫ বাংলার আহ্বায়ক বিজিত কুমার দে, সদস্য সচিব নির্মল কুমার সিনহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানষ, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, পূজা উদযাপন মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিরেন্দ্র সূত্রধর, কৃপেশ পাল, মলয় পুরকায়স্থ প্রমুখ।

শোভাযাত্রা শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে নবযুগ প্রবর্তক ভগবান শ্রী কৃষ্ণ শীর্ষক ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়।। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০ টায় শ্রী শ্রী কৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, অঞ্জলি প্রদান শেষে প্রসাদ বিতরণ করা হবে। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এছাড়াও নগরীর বিভিন্ন মন্দিরে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনাসভা, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ