Sobujbangla.com | জৈন্তাপুরে ‘পরিচ্ছন্ন ও সবুজ জনপদ’র উদ্বোধন
News Head

জৈন্তাপুরে ‘পরিচ্ছন্ন ও সবুজ জনপদ’র উদ্বোধন

  |  ১৭:০৫, আগস্ট ১৬, ২০১৮

জৈন্তাপুর উপজেলার পরিবেশ রক্ষার্থে ‘পরিচ্ছন্ন ও সবুজ জনপদ’র শুভ উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সভাপতিত্ব করেন।

জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা জাফরীন রোজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি সিরাজুল হক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. মঈনুল জাকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলোমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালকদার, উপজেলা সমাজসেবা অফিসার একেএম আজাদ ভূইয়া, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, আমিনুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার মিছবাহ উদ্দিন, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, আমরা জৈন্তাপুর উপজেলাকে সবুজে ভরপুর করতে বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় ফলজ, বনজ এবং ঔষধী প্রজাতির অন্তত একটি করে চারা রোপনের মাধ্যমে সবুজ জনপদে রূপান্তরিত করতে চাই।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নুমেরী জামান মুক্তিযোদ্ধা কর্ণার, শিশুকুঞ্জ, ছায়াঘাট, উপজেলা পরিষদ গ্রন্থাগার, শিল্পকলা একাডেি সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলক উন্মোচন করেন।

এদিকে বেলা ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন নুমেরী জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ