Sobujbangla.com | মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত
News Head

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

  |  ১৪:২০, আগস্ট ১৫, ২০১৮

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে শহরের চৌমুহনা থেকে একটি শোক র‌্যালি বের হয়।

জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা কালো গেঞ্জি পড়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এদিকে দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

এর আগে সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ