Sobujbangla.com | রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে আজও বিক্ষোভ
News Head

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে আজও বিক্ষোভ

  |  ১৫:২৬, আগস্ট ১৩, ২০১৮

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় দায়ী চালকের বিচার দাবিতে আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী। এতে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরা। এদিকে সড়ক দুর্ঘটনায় আজও নাটোরে ২, নওগাঁ ১, কুড়িগ্রামে ১ এবং দিনাজপুরে মারা গেছেন একজন।

সড়ক দুর্ঘটনায় সহপাঠি নিহতের ঘটনায় সকাল থেকে এই বিক্ষোভ রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ক্লাস বর্জন করে এতে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রায় ৩ হাজার শিক্ষার্থী।

এসময় তারা নিরাপদ সড়ক চান এবং বাস চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এতে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। পরে প্রতিষ্ঠানের প্রধান গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

পরে প্রশাসনের পক্ষ থেকে দাবিপূরণের আশ্বাস পেয়ে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা।

রোববার রংপুরের শুটকির মোড় এলাকায় বাস চাপায় নিহত হন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী তানভির আহমেদ জিয়ন।

এঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সেসঙ্গে কোতোয়ালী থানায় হয়েছে দুটি মামলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ