Sobujbangla.com | ১৪ আগস্ট পর্যন্ত চলবে ট্রাফিক সপ্তাহ
News Head

১৪ আগস্ট পর্যন্ত চলবে ট্রাফিক সপ্তাহ

  |  ১৬:৪৮, আগস্ট ১১, ২০১৮

ট্রাফিক সপ্তাহের সময় তিন দিন বাড়িয়ে ১৪ আগষ্ট পর্যন্ত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আইন অমান্যকারী যেই হোক তাকে শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নব্বই ভাগ মানুষ আইন অমান্য করে।

শুধু আইন প্রয়োগ করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, আইনের পাশাপাশি সাধারন মনুষের সচেতনতা জরুরি বলেও জানান ডিএমপি কমিশনার। কোনভাবেই সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। এছাড়া লাইসেন্স ছাড়া চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এদিকে, সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিন থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যোগ দেয় স্কাউট সদস্যরা।

তারা মনে করেন, সড়ক নিরাপত্তায় চলমান প্রক্রিয়ার বিকল্প নেই। বাস্তবতা হলো মামলার ভয়ে সড়কে নামেনি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া চালকরা। ফলে রাস্তায় কম দেখা যায় গণপরিবহন। জীবনের নিরাপত্তার স্বার্থে সাময়িক একটু ভোগান্তি মেনে নেয়ার পক্ষে সবাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ