Sobujbangla.com | ঈদের টিকেট: কমলাপুরে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়
News Head

ঈদের টিকেট: কমলাপুরে দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়

  |  ২০:৫৮, আগস্ট ০৯, ২০১৮

ঈদের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও কমলাপুরে ছিল উপচে পড়া ভীড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে যাত্রীরা সংগ্রহ করেন ঈদের অগ্রিম টিকেট। এবার ঈদে ট্রেনের বিশেষ সার্ভিস থাকছে চার দিন। রেলের মহাপরিচালক আশা করছেন, এবার ঈদে ট্রেনে বড় ধরনের সিডিউল বিপর্যয় হবে না। বৃহস্পতিবার সকাল আটটায় টিকেট বিক্রি শুরু হলেও অনেকেই লাইনে দাঁড়ান বুধবার বিকালেই।

ছেলেদের লাইন স্টেশনের বাইরে গিয়ে ঠেকে। মেয়েদের লাইনেও ছিলো না তিল ধারনের ঠাই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীরা ঈদের অগ্রিম টিকেট পেলেও, অনেকের অভিযোগ এসি বগির টিকিট না পাওয়া নিয়ে। এরইমধ্যে প্রায় ২৫ হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। এবার রেলওয়ে ঈদ উপলক্ষে ১৮ থেকে ২১ আগষ্ট পর্যন্ত চারদিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

এই চারদিনই ঢাকা ছেড়ে যাওয়া প্রতিদিনের ৬৭টি ট্রেনের সাথে থাকবে বাড়তি বগি। আরো ঈদের আগের চার দিন বাড়তি পাঁচটি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। প্রতিদিন ট্রেনে করেই ঢাকা ছাড়তে পারবে লক্ষাধিক মানুষ। এসি কামলার টিকেট না পাওয়ার অভিযোগ। প্রতি দিন ৬৭টি নিয়মিত ট্রেনের সাথে বাড়তি পাঁচটি বিশেষ ট্রেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ