Sobujbangla.com | সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি
News Head

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি

  |  ১১:৩৪, জুলাই ০৫, ২০১৮

বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত আট উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকার ঘরবাড়িতেও পানি উঠে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বেশির ভাগ মানুষ।

দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই উপজেলার আমন বীজতলা এবং পুকুরের মাছ ভেসে গেছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এ ছাড়া ছাতক-সিলেট সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে।

এদিকে, পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ শহরের সার্বিক অবস্থার অবনতি হচ্ছে। এখনো তেঘরিয়া, উকিলপাড়া, বড়পাড়া ও নবীনগর সড়কে পানি রয়েছে। তবে ঘরবাড়িতে পানি ওঠেনি।

সূত্র এনটিভি অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ