Sobujbangla.com | মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ও নৌকা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।
News Head

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ও নৌকা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

  |  ২০:১৮, জানুয়ারি ০৪, ২০২৪

পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু,
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকায় মমতাজের বাস ভবনে এবং বিকাল সাড়ে চারটার দিকে একই উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকায় টুলুর বাসবভনে এই সংবাদ সম্মেলন করেন তারা,
সংবাদ সম্মেলনে মমতাজ বলেন, যখন দেখছে নৌকার গণজোয়ার বইছে তখন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছিটিয়ে ও মালামাল বিলিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন, সেই সাথে বারবার নির্বাচনী আচরণ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তুলে তার প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মমতাজ,
অপরদিকে, জাহিদ আহমেদ টুলু সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি নির্বাচনী আচরণ মেনেই প্রচার প্রচারনা করছেন। এছাড়া নৌকার সমর্থকেরাই বরং তার কর্মীদের নানা প্রকার হুমকি, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, 
এছাড়া তিনি আরো দাবী করেন তার পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সহ জেলা ও উপজেলার বেশির ভাগ নেতাকর্মীরা তাকে সমর্থন করেছেন বলেও দাবী করেছেন টুলু,
উল্লেখ্য, মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু ( ট্রাক প্রতীক) এর মধ্যে কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচার প্রচারণায় নানা হুমকি, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগসহ হামলা ও মামলার ঘটনা ঘটেছে, 
এনিয়ে দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা, ভোটের দিন সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত সাধারন ভোটাররা, এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ