Sobujbangla.com | লক্ষ ভোটে বিজয়ী হওয়ার আশা তৃতীয় লিঙ্গের রানীর।
News Head

লক্ষ ভোটে বিজয়ী হওয়ার আশা তৃতীয় লিঙ্গের রানীর।

  |  ২০:০৮, জানুয়ারি ০৪, ২০২৪

ভোট সুষ্ঠু হলে এক লাখ ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন রংপুর-৩ আসনের প্রার্থী তৃতীয় লিঙ্গের (হিজড়া) আনোয়ারা ইসলাম রানী। প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রংপুর শহরের প্রেসক্লাব এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের কাছে এমন আশার কথা বলেন ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী। রানী বলেন, যদি সুষ্ঠু ভোট হয়, যদি আমার সঙ্গে অন্যায় না হয় তাহলে লক্ষাধিক ভোটে বিজয়ী হবো বলে আশা করছি। ভোটের পরিবেশ নিয়ে আস্থা ও আশঙ্কা দুটোই আছে জানিয়ে রানী বলেন, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আস্থাও আছে আবার আশঙ্কাও আছে।  আমি জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও হয়তোবা জিএম কাদেরকে অটোপাসের মাধ্যমে নির্বাচিত করা হবে এরকম একটা আশঙ্কা আমি করছি। যদিও আমি নিশ্চিত না। ৭ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় বিষয়টি জানা যাবে। রানী বলেন, শুরু থেকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। যদিও আমার ওপর ছোটোখাটো একটা হামলা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং প্রশাসন থেকে একবার আমার মিছিলে বাধা দেয়া হয়েছে। এছাড়া তেমন কিছু হয়নি। নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রংপুরের কৃষিকে এগিয়ে নিতে চান জানিয়ে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী বলেন, আমি যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোটকেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্রে যাবো। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে। তারা এখন পরিবর্তন চাচ্ছে। এবার নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রংপুরের উন্নয়নে যে ২১টি প্রস্তাবনা তুলে ধরেছি তা বাস্তবায়নে জোর দেওয়া হবে। নিজের প্রচারণার বিষয়ে রানী বলেন, আমি যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি সেভাবে কোনো প্রার্থী যায়নি। একজন ইউপি সদস্য প্রার্থীর মতো ছুটেছি। নির্বাচিত হলে জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিয়ে কাজ করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ