Sobujbangla.com | স্বতন্ত্র পার্টি কে দুলাল হুমকি-ধামকি দিয়ে ট্রাকের বিজয় ঠেকানো যাবে না।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

স্বতন্ত্র পার্টি কে দুলাল হুমকি-ধামকি দিয়ে ট্রাকের বিজয় ঠেকানো যাবে না।

  |  ২১:৩১, ডিসেম্বর ২৮, ২০২৩

সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, হুমকি-ধমকি দিয়ে সাধারণ জনগণের প্রতীক ট্রাকের বিজয় ঠেকানো যাবে না। আমার পোস্টার-ব্যানার ছিড়ে ফেলছেন, আমার কর্মীদের হুমকি দিচ্ছেন, সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এসব করে কোন লাভ হবে না, জনগণ এবার ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করবে,। বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বৈরাগী বাজারে তার নির্বাচনী সভায় তিনি একথা বলেন। ডা. দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট বলেছেন স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কাজে বাধা দেয়া যাবে না,। স্বতন্ত্র প্রার্থীরা তাদের জনপ্রিয়তায় বিজয়ী হয়ে আসলে আওয়ামী লীগ তাদের গ্রহণ করবে। সূতরাং গুজব আর বিভ্রান্তির সুযোগ নেই এবার। সবাই নিশ্চিতে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। কেউ এতে বাধা প্রদান করলে প্রশাসনকে অবগত করুন,। আর আগে, ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, আব্দুল মালিক মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী, এ কে এম কাওসার, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ প্রমুখ,।

এ বিভাগের অন্যান্য সংবাদ