Sobujbangla.com | বিমান প্রতিমন্ত্রী বললেন, কোনও জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বিমান প্রতিমন্ত্রী বললেন, কোনও জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

  |  ১৮:৩৩, জুলাই ২৮, ২০২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, দেশের কোনও জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রান্তিক জনগণকে উন্নয়নের মুলস্রোতধারায় যুক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানাভাবে সহায়তা করে আসছেন। শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে ৩০টি বাইসাইকেল এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্যানসার, কিডনী, লিভার সিরোসিসে আক্রান্ত মাধবপুর উপজেলার ৩০ জন রোগীর মাঝে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এতে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ