Sobujbangla.com | সিলেটে শাবি’র পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটে শাবি’র পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

  |  ১৮:৩০, জুলাই ২৮, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও পিএসএস এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, সম্মানিত অতিথি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, পিএসএস বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ও এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ও এলামাইয়ের কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক। এসময় প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পিএসএস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একসঙ্গে দেখতে পেয়ে আনন্দ লাগছে। জেনেছি, কর্মক্ষেত্রেও সবাই ভালো করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়ছে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের আউটকাম বেসড একাডেমিক কারিকুলামকে প্রতিনিয়ত অগ্রগতির দিকে নিয়ে যেতে এলামনাইদের গঠনমূলক পরামর্শ আমরা গ্রহণ করছি। আশা করি এলামনাইরা বিশ^বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকেও পরামর্শ ও আর্থিক সহযোগিতা করে যাবেন।’ সাধারণ সভা শেষে এলামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দশোভাযাত্রা বের হয়। এতে বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি মিলনায়তনে স্মৃতিচারন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে বিকেল ৫টায় এলামনাইয়ের সাধারণ সভা শেষে একসঙ্গে রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ