Sobujbangla.com | চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মওকুফ করা হয়েছে আমদানি শুল্ক।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মওকুফ করা হয়েছে আমদানি শুল্ক।

  |  ১৯:৩৯, আগস্ট ২৮, ২০২২

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক মওকুফ করা হয়েছে। সেই সঙ্গে চালের রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।গন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। রবিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য বান্ধব ও ওএমএসের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।  মন্ত্রী বলেন, ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তিনি বলেন, বিরুপ আবহাওয়া হলে আমনের উৎপাদন কম হতে পারে সে জন্য আমরা সতর্কতা হিসেবে বিদেশ থেকে চাল আমদানি করছি। ইতোমধ্যে বেসরকারি চাল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রেগুলেটরি ট্যাক্স কমিয়েছি, আজই হয়ত গেজেট জারি হবে। তাছাড়া আমাদের খাদ্য মজুতও পর্যাপ্ত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ