Sobujbangla.com | স্বপ্ন ভাঙ্গার গল্প এবার হারারেতে
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

স্বপ্ন ভাঙ্গার গল্প এবার হারারেতে

  |  ১৯:১১, আগস্ট ০২, ২০২২

হারারেতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে প্রথমবার টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় জিম্বাবুয়ের। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। ১৫৭ রানের টার্গেট, লিটন দাসের সাথে অভিষেক ম্যাচে ইমনের ওপেনিং। আগের দুই ম্যাচে ছন্দে থাকা লিটন খেই হারালেন। ১৩ রানে ভিক্টর নাইয়োচির বল তার হাতে তুলে দিয়েই সাজঘরে টাইগার ওপেনার। অভিষেক রাঙাতে পারেননি পারভেজ ইমনও। এক অঙ্কের ঘরে বনেছেন নাইয়োচির দ্বিতীয় শিকার। এনামুল বিজয়ের ১৩ বলে ১৪ আর নাজমুল শান্তর ২০ বলে ১৬ দলীয় ষাট রান তোলে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ-আফিফের ৩৯ রান আশা জাগালেও সিনিয়র টাইগারের বিদায়ে টার্গেট তাড়া কঠিন হয় বাংলাদেশের। নেতৃত্বের চাপ সামলে ব্যাট চালাতে পারেননি মোসাদ্দেক সৈকত; ফিরেছেন শূণ্য রানে। আফিফের নট আউট ৩৯ আর মাহেদীর ২২ রানে টার্গেট থেকে ১০ রান দূরে থাকতেই শেষ হয় টাইগারদের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ের শুরুতে টাইগার বোলারদের আক্রমণের মুখে জিম্বাবুয়ে। চতুর্থ এভারে ব্রেক-থ্রু নাসুম আহমেদের। সতেরতে শেষ ওপেনার রেজিস চাকাভার ইনিংস। এর পর ওয়েসলি মাধভের, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, মিল্টন শুম্বা চার ব্যাটারের কেউ-ই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। সামলে খেলে ২৪ রান তুলেছেন ক্যাপ্টেন ক্রেইগ অরভিন। রিয়াদের শিকারে হয়ে ফিরেছেন এই ওপেনার। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ৬ উইকেটে ৬৭। প্রায় ধ্বসে পড়া ইনিংসের হাল ধরেন দুই লোয়ার অর্ডারের দুই ব্যাটার রায়ান বার্ল ও লুক জঙ্গে।নাসুমের এক ওভারেই বার্ল করেন ৩৪; ছয় ছয়, দুই চারে ২৪ বলে ঝড়ো ফিফটি; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি বার্লের; প্রথমটাও ছিল বাংলাদেশের বিপক্ষে; মিরপুরে। ৭ম উইকেট জুটিতে সর্বোচ্চ ৭৯ রানের রেকর্ড পার্টনারশিপ রায়ান বার্ল-লুক জঙ্গের। হাসান মাহমুদের বলেই ফিরেছেন বার্ল-জঙ্গে; তার আগে স্বাগতিক স্কোরবোর্ডে তুলেছেন দেড়শ রান। টেল-এন্ডে ব্রাড ইভান্স আর ভিক্টর নাইয়োচির খুব কিছু করার ছিলনা। ৮ উইকেটে ১৫৬ রানে শেষ জিম্বাবুয়ের ইনিংস।

এ বিভাগের অন্যান্য সংবাদ