Sobujbangla.com | ধরে নিয়ে যাওয়া ২ ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

ধরে নিয়ে যাওয়া ২ ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ

  |  ২০:২০, জানুয়ারি ১৬, ২০২২

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ৪ ঘন্টা পর  দুই মাদ্রাসা ছাত্রকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)। তাদের নাম আরাফাত হোসেন (১৫) ও রুহুল আমিন (১৩)।  রোববার বিকেল সাড়ে ৫টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১০নং সাবপিলার এলাকা দিয়ে ওই দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ। দুপুর দেড়টার দিকে তাদের দুজনকে ওই স্থান থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুলতান সিং।  এছাড়া সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। ফেরত আসা দুই মাদ্রাসা শিক্ষার্থী রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে। তারা দুজনেই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র ও হিলির আলিহাট গ্রামের বাসিন্দা। আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের দিন নির্ধারিত ছিল। সে মোতাবেক আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে টিকা দেওয়ার জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল নামের ওই দুজন ছাত্র তারা হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে আসে। বেড়ানোর এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে এবং বিএসএফ ডাকলে তারা সীমান্ত পেরিয়ে ভারত অংশে ঢুকে পড়ে। এসময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ওই দুই মাদ্রাসা ছাত্রকে বিএসএফ আটক করে নিয়ে গেলে আমরা তাদেরকে  ফেরত চেয়ে ছিলাম বিএসএফের নিকট। এ বিষয়ে বিকেলে সীমান্তে দুই বাহিনীর মাঝে বৈঠক শেষে ওই দুই মাদ্রাসা ছাত্রকে আমাদের নিকট ফেরত দেয় বিএসএফ। পরে আমরা তাদের দুজনকে পুলিশের নিকট হস্তান্তর করেছি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ওই দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবি আমাদের নিকট বুঝিয়ে দিয়েছে। যেহেতু তারা অপ্রাপ্ত টিকা দিতে এসে সীমান্ত দেখতে গিয়ে ভুলক্রমে ভারতে চলে যায়। তাদের অবৈধ অনুপ্রবেশ বা অনৈতিক কোন উদ্দেশ্য ছিলোনা তাই তাদেরকে তাদের পরিবারে ও জনপ্রতিনিধির নিকট বুঝিয়ে দেওয়া হবে।  

এ বিভাগের অন্যান্য সংবাদ