Sobujbangla.com | বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,।
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,।

  |  ১৬:৫৩, নভেম্বর ২৯, ২০২৪

আফগানিস্তানকে হারিয়েছে যুবা টাইগাররা। আগে ব্যাট করে বাংলাদেশের দেয়া ২২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় আফগানরা ১৮৩ রানে গুটিয়ে যায়। ফলে ৪৫ রানের জয়ে টুর্নামেন্টের ২০২৪ আসরেও শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।
শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের উদ্বোধনি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। আর তাতেই ২২৮ রানের লড়াকু পুঁজি পায় যুব টাইগাররা।
শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের উদ্বোধনি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। আর তাতেই ২২৮ রানের লড়াকু পুঁজি পায় যুব টাইগাররা।
২২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তটস্থ ছিলেন আফগান ব্যাটাররা। এর মূল কারিগর আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নিয়েছেন।

আফগানদের ইনিংস শুরু হয় ধীরগতিতে, ইনিংসের ৮ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ২০ রান। এর পরের ওভারে মারুফ মৃধার বলে উজাইরুল্লাহ নিয়াজাই ক্যাচ দিলে ২১ রানের ওপেনিং জুটি ভাঙে।
দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমদজাই। ১৬ রান করে রাফিউজ্জামান রাফির বলে বোল্ড হয়ে মাহবুব। তৃতীয় উইকেটে ৪০ রান করেন ফয়সাল–নাসের খান জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে ফয়সাল (৫৮) বিদায় নিলেই আফগানরা বিপদে পড়ে যায়।
আফগানিস্তানিরে হয়ে বলার মতো রান পেয়েছেন কেবল বরকত ইব্রাহিমজাই (৩৪)। এ ছাড়া বরকত ১৯ এবং নাজিফউল্লাহ আমিরির ১৭ রান ছাড়া স্কোরবোর্ডে জয়ের মতো রান যোগ করতে পারেননি কেউই। ৪৭.৫ ওভারে ১৮৩ রানে থামে আফগানদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। মারুফ ২টি ও রাফি একটি উইকেট নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ