Sobujbangla.com | আধুনিক নারায়ণগঞ্জ গড়তে নৌকাকে বিজয়ী করুন: আইভী
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

আধুনিক নারায়ণগঞ্জ গড়তে নৌকাকে বিজয়ী করুন: আইভী

  |  ২০:১৩, জানুয়ারি ১৪, ২০২২

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আধুনিক নারায়ণগঞ্জ গড়তে নৌকাকে বিজয়ী করুন। তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত উন্নত নারায়ণগঞ্জ গড়ার জন্য নিশ্চই আপনারা আমাকে ভোট দিবেন। সব সময় আপনাদের সেবা করেছি। নিশ্চই আপনারা আমাকে বিমুখ করবেন না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারনার শেষ দিনে আজ তিনি পথ সভায় ভোট চেয়ে নারায়ণগঞ্জকে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দেন ভোটারদের। নগরীর দুই নং রেলগেটে যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন তার জনসভার শেষ প্রান্ত ছিলো নারায়ণগঞ্জ ক্লাব ছাড়িয়ে গ্রীন্ডলেজ ব্যাংক মোড় পর্যন্ত। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন নাসিম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,  সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ডা.আইভী বলেন, ‘আমি সাতাশটি ওয়ার্ড ঘুরে দেখেছি। নারী, শিশু, বৃদ্ধ ও যুবক সবাই নৌকার পক্ষে স্লোগান দিয়েছে। শেখ হাসিনার নৌকা যাবেই যাবে ইনশাল্লাহ। ষোল তারিখে বিজয় আমাদের সুনিশ্চিত। সেলিনা হায়াৎ বলেন, ‘দুষিত, কলঙ্কিত নারায়ণগঞ্জ সিটিতে মাটি ও মানুষের জন্য কাজ করতে আমি এসেছি। টানা দশ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা আমাকে চেনেন। ২০১১ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, ২০১৬ সালেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।’ আইভী বলেন, ‘আবারও অন্যায়, অবিচার, খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে লড়তে এসেছি। আমাকে কেউ ফিরিয়ে দেবেন না। নৌকাকে ঠেকানোর কেউ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ