Sobujbangla.com | টাকা ছিনিয়ে নিতেই প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা
News Head
 বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে। আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে।

টাকা ছিনিয়ে নিতেই প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা

  |  ১৯:৫৫, জানুয়ারি ১৪, ২০২২

টাকা ছিনিয়ে নিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে (মোছা. সাইদা গাফফার) হত্যা করেছেন আনারুল ইসলাম। প্রাথমিকভাবে এ ধারণা করছে পুলিশ। এরই মধ্যে আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পাইনশাইল এলাকায় ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পের ঝোপ থেকে অধ্যাপক সাইদার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার  গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক সাইদার প্লটের কাজ করতেন রাজমিস্ত্রি আনারুল। এরই মধ্যে অধ্যাপকের হাতে টাকা দেখে ছিনিয়ে নিতে চান তিনি। ওই সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান ওই রাজমিস্ত্রি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ওই অধ্যাপকের নির্মাণাধীন বাড়ির ঠিকাদারও ছিলেন তিনি। এ ঘটনায় মামলা করেছেন নিহত অধ্যাপকের ছেলে সাউদ ইফখার বিন জহির। অধ্যাপক সাইদা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পে নিজের মালিকানাধীন প্লটে বাড়ি করতে প্রকল্প সংলগ্ন পানিশাইলে বাসা ভাড়া করে থাকতেন তিনি।  এর আগে বুধবার অধ্যাপক সাইদার নিখোঁজের ঘটনায় তার মেয়ে সাদিয়া আফরিন কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গাজীপুর মহানগর কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। অধ্যাপক সাইদার হাতে টাকা দেখে তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। এতে চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এ রাজমিস্ত্রি ও ঠিকাদার। নিহত অধ্যাপক সাইদা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মৃত কিবরিয়াউল খালেকের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এর ভাই ও এক বোন দেশে এবং অপর দুই বোন অস্ট্রেলিয়ায় থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ