Sobujbangla.com | ভারতে ঢুকে পড়লো চীনা সেনা, উত্তেজনা।
News Head

ভারতে ঢুকে পড়লো চীনা সেনা, উত্তেজনা।

  |  ২০:২৬, অক্টোবর ০৮, ২০২১

অরুণাচল প্রদেশের সীমানায় চীনা সেনাদের অনুপ্রবেশে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতে। পরে এক পতাকা বৈঠকের মাধ্যমে উত্তেজনা নিরসন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়- লাদাখ, উত্তরাখণ্ডের পর এবার অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে চীনের সেনারা। গত সপ্তাহে তারা অরুণাচলের তাওয়াংয়ের কাছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রায় ২০০ চীনা সেনা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা একটি বাঙ্কার ভাঙার চেষ্টা করছিল। ভারতীয় সেনা দ্রুত সেখানে গিয়ে কয়েকজন চীনা সেনাকে আটক করে। তারপর সীমান্তে দুই দেশের সেনা কর্মকর্তারা পতাকা বৈঠক করেন। চীনা সেনাদের হস্তান্তর করা হয়। বর্তমানে দুই দেশের সেনারা নিজেদের ব্যারাকে ফিরে গেছে। তবে কয়েক ঘণ্টা ধরে ভারতীয় ও চীনা সেনা সেখানে মুখোমুখি অবস্থানে ছিল। আটক চীনা সেনাদের ছাড়িয়ে নিতে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। হাতাহতির ঘটনাও ঘটে। গোলাগুলির খবর পাওয়া যায়নি। এতে কোনো পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ গুরুতর আহত হননি বা মারা যাননি। এর আগে গত বছরের ৫ মে লাদাখে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ভারতের অভিযোগ ছিল, চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে ও এলাকা দখল করে। আর চীন অভিযোগ করেছিল, ভারতীয় সেনা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। সে সময় চীন ও ভারতের বেশ কিছু সেনাসদস্য নিহত হয়।  লাদাখের সেই উত্তেজনা দীর্ঘদিন ধরে বিরাজ করে। তারপর থেকে বিভিন্ন সময়ে দুই দেশের সেনাদের বিরুদ্ধেই অনুপ্রবেশের অভিযোগ উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ