Sobujbangla.com | ডেঙ্গু নিয়ন্ত্রণ আশানুরূপ সম্ভব হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী।
News Head

ডেঙ্গু নিয়ন্ত্রণ আশানুরূপ সম্ভব হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী।

  |  ১৯:৪১, সেপ্টেম্বর ১২, ২০২১

যতটা আশা করা হয়েছিল, ততটা ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। রোববাব (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।  মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সতর্কতা অবলম্বন করায় এবার আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তাজুল ইসলাম। দাবি করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা শহরের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। স্থানীয় সরকারমন্ত্রী জানান, মশা নিধনের জন্য কীটনাশক আমদানিতে শুল্কহার যৌক্তিক অবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ