Sobujbangla.com | ফের দুই শতাধিক মৃত্যু, ৬ দিন পর শনাক্ত ১০ হাজারের কম
News Head

ফের দুই শতাধিক মৃত্যু, ৬ দিন পর শনাক্ত ১০ হাজারের কম

  |  ২০:৪৯, জুলাই ১৭, ২০২১

টানা পাঁচদিন দৈনিক দুই শতাধিক মৃত্যুর পর শুক্রবার দুইশোর নীচে নেমে ১৮৭ হয়। কিন্তু সবশেষ শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী একদিনে আরও ২০৪ জন প্রাণ হারিয়েছেন। তবে শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। টানা ছয়দিন ১০ হাজারের উপর শনাক্ত হবার পর শনিবার নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬। আর করোনা টিকা নিতে সারা দেশের টিকা কেন্দ্রে ভিড় ছিলো অন্যদিনের মতোই। লাইনে দাঁড়ানো সবাই টিকা চান- না হলে ফিরতে পারবেন না কর্মক্ষেত্রে। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীরা এসেছেন টিকা নিতে। সোহরাওয়ার্দীর মতো এমন আরও ছয়টি হাসপাতালে বিদেশগামীদের অগ্রাধিকার দিয়ে টিকা দেয়া হচ্ছে। টিকা নিবন্ধনের পর সূর্য ওঠার আগে থেকে শত শত মানুষ লাইনে দাঁড়ান। অনেকেই সন্দিহান ছিলেন টিকা পাবেন কি না। অবশেষে যখন পেলেন- দূর হলো কাজ হারানোর অনিশ্চয়তা। সোহরাওয়ার্দী ছাড়া রাজধানীর অন্য টিকা কেন্দ্রে মোটামুটি ঝামেলাহীনভাবে টিকা নিতে পেরেছেন। কিছু কেন্দ্রে বাড়ানো হয়েছে দৈনিক বরাদ্দ করা টিকার সংখ্যা। ঈদুল আজহার জন্য সাতদিনের শিথিলতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এর আগে শিল্প কলকারখানা খোলা রেখেই চলছিলো লকডাউন। তবে ঈদের তৃতীয় দিন আগামী ২৩ জুলাই থেকে যে লকডাউন শুরু হবে- এতে বন্ধ থাকবে কলকারখানা।

এ বিভাগের অন্যান্য সংবাদ