Sobujbangla.com | ভারতকে চীন কখনই কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না: ঢাকায় চীনা রাষ্ট্রদূত।
News Head

ভারতকে চীন কখনই কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না: ঢাকায় চীনা রাষ্ট্রদূত।

  |  ১৮:২৯, জুন ২৪, ২০২১

ভারতকে চীন কখনই কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না। বরং উভয় উভয়ের ভালো বন্ধু। আগামীতে সর্ম্পক আরো ভালো হবে বলে আশ্বাস চীনের। এমন মন্তব্য করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জি মিং।
বৃহস্পতিবার (২৪ জুন) কসমস ফাউন্ডেশন আয়োজিত ওয়েবিনারে ঢাকা ও বেইজিং সম্পর্কের বর্তমান চ্যালেঞ্জ ও আগামী নিয়ে আলোচনার আয়োজন করা হয়। যেখানে এই অঞ্চলের ভারত-চীনের সর্ম্পকের অস্থিরতা নিয়ে প্রশ্ন তোলা হয়। জবাবও দেন ঢাকার বেইজিং প্রতিনিধি। লি জি মিং বলেন, ভারত-চীনের সর্ম্পকের মাঝে কোন কৌশলগত বিরোধিতা নেই।
ভিন্ন এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত নিজের দেশের মন্তব্যের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আগামীতে চীন বিরোধী কোনো জোটে যোগ দেবে না। এসময়ে তিনি আরো বলেন, চীন বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে সমর্থন করে।
ওয়েবিনারে এই অঞ্চলের অগ্রগতি ও চ্যালেঞ্জ সমাধানে বক্তারা নানা কৌশল তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ