Sobujbangla.com | জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তে বিএনপির নিন্দা।
News Head

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তে বিএনপির নিন্দা।

  |  ১১:১৬, ফেব্রুয়ারি ১০, ২০২১

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বুধবার (১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিচ্ছে।
এসময় রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একের পর এক সরকারের ভোট ডাকাতি, অপকর্ম, লুটপাট, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের ফিরিস্তি উঠে আসছে। মন্ত্রী ও তাদের দালালরা সমস্বরে সরকারের পক্ষে প্রমাণহীন মিথ্যা সাফাই গাইলেও সত্যকে ঢাকতে পারছে না।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকার কারণে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ