Sobujbangla.com | তথ্যগত ভুল থাকায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আল-জাজিরা: পররাষ্ট্রমন্ত্রী।
News Head

তথ্যগত ভুল থাকায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আল-জাজিরা: পররাষ্ট্রমন্ত্রী।

  |  ১৯:২২, ফেব্রুয়ারি ০৬, ২০২১

রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আল জাজিরার বিশ্বাসযোগ্যতা নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
গেল কয়েক দিনের মিয়ানমারের সেনাবাহিনীর বন্ধ করছেছে ফেইসবুক টুইটার। কাজ করছে ফোন যোগাযোগ মাধ্যমে। তাই কেন আসলে এমন পরিস্থিতি তৈরী হলো যে সামরিক বাহিনীকে ক্ষমতা দখলের মত সিদ্ধান্ত নিতে হলো। অবশেষে তা পরিস্কার করেছে দেশটির সেনা বাহিনী। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রদুতকে চিঠি দিয়েছে , কেন তারা সেনা অভ্যুথান করেছে ।
দেশটির সেনাবাহিনী গতকাল রাখাইন গিয়েছিলো রোহিঙ্গা নেতাদের সাথে আলোচনা জন্য । পররাষ্ট্রমন্ত্রী জানান, তাতে বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গীরা বেশ খুশি হয়েছে বলে তারা জেনেছেন ।
ভিন্ন এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানান, তথ্যগত ভুল থাকা আল জাজিরা বিশ্বাস যোগ্যতা হারিয়েছে । বাংলাদেশ তাই আইনি ব্যবস্থা নিচ্ছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ