Sobujbangla.com | চাহিদা ২৬ লাখ, প্রাপ্তি ২১ লাখ।
News Head

চাহিদা ২৬ লাখ, প্রাপ্তি ২১ লাখ।

  |  ১৯:৪১, ডিসেম্বর ৩০, ২০২০

প্রতি বছরের পহেলা জানুয়ারি বই উৎসব হলেও করোনার কারণে এবার তা হচ্ছে না। সংক্রামণ এড়াতে এবার সিলেটের অধিকাংশ উপজেলার স্কুলে বই বিতরণ করা হবে। যথাসময়ে বই বিতরণ করতে ডিসেম্বর প্রথম দিকে সিলেটের ১৩টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দফায় বই পাঠানো হয়েছে। ১৩ উপজেলার মধ্যে ৬টিতে শতভাগ বই পৌঁছালেও অন্য সাতটিকে শতভাগ বই এখনও পৌঁছায়নি।
জানা গেছে, সিলেটের ১৩ উপজেলায় ২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং নৃ-গোষ্ঠীর বই বরাদ্দের কথা ছিল ২৬ লাখ ৮ হাজার ৬২৬টি। বই পাওয়া গেছে ২১ লাখ ৭ হাজার ২৬টি। ফলে ঘাটতি রয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬০০ বইয়ের।
সিলেটের শিক্ষা অফিসার নামজিদ খান বলেন, এবার সিলেটে কোনও বই উৎসব হবে না। তবে স্কুলে আলাদা আলাদা শ্রেণি কক্ষে বই বিতরণ করা হবে। যেসব উপজেলায় বই প্রাপ্তি কম হয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ