Sobujbangla.com | বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক।
News Head

বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক।

  |  ২০:৫৯, ডিসেম্বর ২৩, ২০২০

বাংলাদেশকে এই অঞ্চলের শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় তুরস্ক। আর এজন্য সামরিক সহযোগিতায় সুলভমূল্যে বিনা শর্তে অস্ত্র বিক্রি করতে চায় দেশটি। সেই সাথে বাণিজ্যিক সম্পর্কের সংখ্যা ১ বিলিয়ন থেকে নিতে চায় ২ বিলিয়ন ডলারে।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, তুরস্কের শর্তহীন ঋণ বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত ভালো।
দুদিনের সফরে বুধবার সকালে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বাড়ি ঘুরে দেখেন। স্বাক্ষর করেন পরিদর্শন খাতায়। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।
পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিকেলে বারিধারা তুরস্কের নতুন দূতাবাস উদ্বোধন করেন মেভলুট।
সন্ধ্যায় আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ