Sobujbangla.com | কথায় বলে চোরের দশদিন আর সাধুর নাকি একদিন, ভুয়া চিকিৎসক নুরে।
News Head

কথায় বলে চোরের দশদিন আর সাধুর নাকি একদিন, ভুয়া চিকিৎসক নুরে।

  |  ২০:১৮, ডিসেম্বর ২১, ২০২০

খোদ রাজধানীতে দীর্ঘ প্রায় একযুগ ধরে চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসা ভুয়া চিকিৎসক নুরুস সাফা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। শান্তিনগরের আমিনবাগ কো-অপারেটিভ সুপার মার্কেটে অভিযান চালিয়ে সিলগালা করা হয় ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিক।
কথায় বলে চোরের দশদিন আর সাধুর নাকি একদিন। এই প্রবাদটিই যেন এবার সত্যি হলো ভুয়া চিকিৎসক নুরে সেফাহর জীবনে।
দীর্ঘদিন ধরেই যিনি ভুয়া ডাক্তারি সার্টিফিকেট দেখিয়ে এই মার্কেটের দ্বিতীয় তলায় খুলে বসেছিলেন চিকিৎসা বাণিজ্য। প্রতিষ্ঠানের নাম ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিক।
ভুয়া সেই চিকিৎসকের বিরুদ্ধেই চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জাল সার্টিফিকেটেই এতোদিন লিখেছেন চিকিৎসাপত্র। শিক্ষার দৌড় শুধু-ই এইচ এস সি পাশ।
হঠাৎ এমন ঘটনায় খেই হারিয়ে ফেললেও, ভুয়া চিকিৎসাপত্রের চিকিৎসক হওয়া উচিত হয়নি বলে স্বীকার করে নিলেন নখদন্তহীন এই দাঁতের ডাক্তার।
অভিযান চলাকালীন দেখা মিললো এক রোগীরও। যিনি উগলে দিলেন ভুক্তভোগীর ক্ষোভ। বাজেয়াপ্ত করা হয়েছে তার সব ভুয়া সার্টিফিকেট। আর সিল গালাও করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ