Sobujbangla.com | হেফাজতের কমিটিতে সিলেটের ১২ আলেম।
News Head

হেফাজতের কমিটিতে সিলেটের ১২ আলেম।

  |  ১৬:১৬, নভেম্বর ১৬, ২০২০

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর শুন্য হয়ে পড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এর পদ। দীর্ঘদিন থেকে চলছিল গুঞ্জন কে হবেন হেফাজতের নতুন আমীর। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার ঘোষণা করা হল নতুন কমিটি। নতুন আমীরের দায়িত্বে এলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হলেন-জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। নতুন এই কমিটিতে হেফাজতে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও সাধারণ সম্পাদক শায়খ জিয়া উদ্দিনসহ সিলেট বিভাগের ১২ নেতা স্থান পেয়েছেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা হয়েছেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা হেফাজতের সাধারণ সম্পাদক ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মহাপরিচালক আল্লামা শায়খ যিয়া উদ্দীন, মুফতী রশিদুর রহমান ফারুক বরুনা, মৌলভীবাজার, জমিয়ত নেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন-সিলেট জেলা হেফাজতের সভাপতি আল্লামা মুহিব্বুল হক্ব গাছবাড়ি, মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, হবিগঞ্জ, আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ, ড.আহমেদ আব্দুল কাদের সালেহ।
সহকারি মহাসচিব মাওলানা শফিক আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, দিরাই, সুনামগঞ্জ। সহ সাংগঠনিক সম্পাদকমাওলানা হাফিজ তাফহিমুল হক হবিগঞ্জী। আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী। নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ আনসারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ