গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্থাপিত হতে যাচ্ছে দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন এলাকার (ইসিএ) পাথর উত্তোলন বন্ধ করে ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপনের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে এর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমজান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনাসংবলিত একটি সাইনবোর্ড দিয়ে পাথর তোলার প্রস্তুতির প্রেক্ষাপটে বিএমডি এক চিঠির মাধ্যমে গত সপ্তাহে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনকে এ পরিকল্পনার তথ্য জানিয়েছে।