Sobujbangla.com | ঝুকিতে রাতারগুল ওয়াচ টাওয়ার।
News Head

ঝুকিতে রাতারগুল ওয়াচ টাওয়ার।

  |  ১৯:১৩, সেপ্টেম্বর ২০, ২০২০

সিলেটের জলাবন (সোয়াম্প ফরেস্ট) রাতাগুলের ‘ওয়াচ টাওয়ার’ বর্তমানে নড়বড়ে অবস্থায় রয়েছে। দর্শনার্থীদের ওঠানামায় হেলে যাচ্ছে উঁচু এই টাওয়ার। তবুও এক পলক পুরো জলাবনের দৃশ্য উপভোগ করতে ঝুঁকি নিয়ে টাওয়ারে উঠছেন বেড়াতে আসা লোকজন। আর এজন্যই আজ থেকে এই টাওয়ারে পর্যটকদের উঠা নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সিলেটের সুন্দরবন খ্যাত গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের জলাবন ‘রাতারগুল’ প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত পরিচত নাম। প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
এজন্যে পুরো জলাবন এক পলকে দেখে নিতে সংরক্ষিত বন এলাকায় বন বিভাগের জাতীয় উদ্যান পরিকল্পনায় সুউচ্চ ‘ওয়াচ টাওয়ার’ নির্মাণ করা হয়। তখন পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির মুুখে কিছুদিন বন্ধ রাখা হলেও পরে শেষ করা হয় এর নির্মাণ কাজ। দর্শনার্থীদের উন্মুুক্ত করে দেওয়া হয় এটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ