Sobujbangla.com | বিভিন্ন বাজারে অভিযান পেঁয়াজের দামে লাগাম টানার চেষ্টা।
News Head

বিভিন্ন বাজারে অভিযান পেঁয়াজের দামে লাগাম টানার চেষ্টা।

  |  ২১:২১, সেপ্টেম্বর ১৮, ২০২০

কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝ। রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজার কারওয়ান বাজারে গত কালের তুলনায় দেশি পেঁয়াজের দাম কমছে, কেজিতে ১০টাকা আর ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রায় পাঁচ টাকা।
যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর খুচরা বাজারেও। পাইকারি বাজারে প্রতি দেশি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হলেও, এ বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
সাপ্তাহিক ছুটির দিনেও বাজার তদারকিতে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে আমদানিকারক থেকে খুচরা পর্যায়েও তাদরে অভিযান চালাবে।
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভ্রাম্যমাণ ট্রাক সেলের সংখ্যা বাড়িয়েছে। এছাড়া ঢাকা ও চট্রগ্রামে শুক্র ও শনিবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে। টিসিবি ৩০ টাকা দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ