Sobujbangla.com | সুনামগঞ্জের হাওরে দুর্নীতি : সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ।
News Head

সুনামগঞ্জের হাওরে দুর্নীতি : সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ।

  |  ২০:৩৩, সেপ্টেম্বর ১৬, ২০২০

সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার দুপুর ২টায় সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই কর্মকর্তা সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে জিজ্ঞাসাবাদ করেন।
মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, দুদক কর্মকর্তারা মামলার তিন জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন।
এর আগে ২০১৭ সালের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ ২৯ জনকে সাক্ষী করা হয়।
উল্লেখ্য ২০১৭ সালের মার্চ মাসের মধ্যভাগ থেকে এপ্রিল মাসের শেষ ভাগে জেলার ছোট-বড় সবকটি হাওরের এক লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ