Sobujbangla.com | কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তা জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি।
News Head

কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তা জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি।

  |  ১৫:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০২০

কারগার থেকে আসামি ছিনিয়ে নেয়ার হুমকিকে ভিত্তিহীন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এদিকে, লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পর সারা দেশের কারাগারগুলোয় সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে কারাগারগুলোয় কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, এক সপ্তাহ আগে ডাকযোগে তাঁর কাছে একটি চিঠি আসে।
ওই চিঠিতে বলা হয়, কারাগারে তাঁদের সঙ্গী-সাথিদের তাঁরা ছিনিয়ে নেবেন। কিছুতেই তাঁদের ঠেকানো যাবে না। এরপর শনিবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেখানে আবারও একই হুমকি দেওয়া হয়। কোন জঙ্গি সংগঠন থেকে এই হুমকি দেওয়া হয়েছে, কাদের ছিনিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সে বিষয়ে কারা অধিদপ্তর বা জেলা প্রশাসন কোনো মন্তব্য করেননি। লালমনিরহাট জেলা কারাগারে বিভিন্ন জায়গার জেএমবিসহ বেশ কিছু জঙ্গি কারাবন্দি আছে। অন্যদিকে, কারাগার থেকে আসামি ছিনিয়ে নেয়ার হুমকিকে ভিত্তিহীন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের সব কারাগারের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ