Sobujbangla.com | প্রধানমন্ত্রীর,বলেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ
News Head

প্রধানমন্ত্রীর,বলেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ

  |  ১৯:০০, জুলাই ০২, ২০২০

শ্রমিকদের শতভাগ পাওনা মিটিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উৎপাদন বন্ধ ঘোষণা করা হলো রাষ্ট্রীয় মালিকানাধীন ২৫টি পাটকলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে গণভবনে পাটকল বন্ধ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের পুরো পাওনা মেটাতে, ৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
আহমেদ কায়কাউস বলেন, পাওনা টাকার অর্ধেক দেয়া হবে ব্যাংক হিসাবে। বাকি অর্ধেক পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে। পরবর্তীতে বেসরকারি পর্যায়ে মিল চালু হলে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের আরও দক্ষ করতে প্রশিক্ষণ দেবে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ