Sobujbangla.com | বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং
News Head

বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং

  |  ১৬:৫৬, জুন ১৪, ২০২০

সিলেট নগরী ও নগরীর বাইরে নগরীতে বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং তুচ্ছ ঘটনা নিয়ে খুন খারাপি করছে তারা। নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন সিনিয়র-জুনিয়র নিয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে। কিশোর গ্যাংরা ছিনতাইয়েও জড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার তাঁতীপাড়া গলির সামনে ১০/১২ জন কিশোর কে মারামারি করতে দেখা যায়।
১৪জুন রবিবার বিকেলে নগরীর জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে ৫জন কিশোর মিলে একজনকে বেদম মারপিট করতে দেখা যায়। পথচারীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। কিশোর গ্যাংদের অপরাধ টেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর জুড়ালো অভিযান শুরু হলে কিছু দিনের জন্য থেমকেযায় কিশোর গ্যাংদের অপরাধ কর্মকাণ্ড। পরে আবারো মাথাচাড়া দিয়ে ওঠে কিশোর গ্যাংরা।
কিশোর অপরাধ অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বছরজুড়ে আলোচনায় থাকছে কিশোর অপরাধীদের নৃশংসতার নানা ঘটনাগুলো। স্কুল-কলেজ ও এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার কিংবা দ্বন্দ্ব মেটাতে কয়েকজন কিশোর মিলে গড়ে তুলছেন গ্যাং। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্পটে কিশোর-তরুণরা মিলে নিয়মিত আড্ডা দিচ্ছে পাশাপাশি মেয়েদেরও উত্যাক্ত করছে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় জুনিয়র-সিনিয়র বা নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। যার শেষ পরিণতি অস্ত্রবাজি থেকে রক্তারক্তির মতো ঘটনা। আর এসব অপরাধে এখন অস্থির হয়ে পড়ছেন নগরীর বাসিন্দারা ছোট ভাই-বড় ভাই মিলে আড্ডা দিতে দিতে এক সময় তারা হয়ে উঠছে ভয়স্কর অপরাধী। নগরীর শাহী ঈদগাহ, কাজীটুলা, নয়াসড়ক, জেল রোড,উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, কল্যাণপুর, শাপলাবাগ, মেজরটিলা, লামাপাড়া, মাদানীবাগ, জল্লারপার, জিন্দবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল,রিকাবীবাজার, তালতলা, তেলিহাওর, শেখঘাট, মাছুদিঘিরপার, জামতলা, সুরমা মার্কেট, বন্দরবাজার, মিরবক্সটুলা, আম্বরখানা, দর্শনদেউড়ি, রাজারগলি, হাউজিং এস্টেট, ইলেক্ট্রিক সাপ্লাই, মজুমদারি, বাঘবাড়ি, মদিনা মার্কেট, পীরমহল্লা, ফাজিলচিশতসহ নগরীর প্রায় সবকটি এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, কিশোর অপরাধের দায় নিতে হবে পরিবার আর রাষ্ট্রকেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ