Sobujbangla.com | মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম
News Head

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ নাসিম

  |  ১৬:৩৮, জুন ১৪, ২০২০

চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। দুদফা জানাজাশষে সকালে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্যকে। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধারা বলেন, নাসিমের মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। জীবদ্দশায় বনানী কবরস্থান জিয়ারত করতে অসংখ্যবার এসেছেন ক্যাপ্টেন মুনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম। এবার তিনি এলেন নিথর দেহে, চিরনিদ্রায় শায়িত হতে।
স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, সীমিত সংখ্যক স্বজন, আওয়ামী লীগ নেতাকর্মী
ও বিশিষ্টজনেরা অংশ নেন জানাজায়। পরে রাষ্ট্রীয়
সম্মাননা-গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযুদ্ধের এ সংগঠককে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়
মরদেহে।দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা বলেন, রাজনীতিতে নাসিমের শূন্যতা পূরণ হবার
নয়।
দাফনের আগে মোহাম্মদ
নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় বাবার বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর
কাছে দোয়া প্রার্থনা করেন।পরে বনানী কবনস্থানে মায়ের কবরের পাশে শেষ নিদ্রায়
শায়িত হন মোহাম্মদ নাসিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ