Sobujbangla.com | বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন মানুষ গণপরিবহন না থাকায়
News Head

বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন মানুষ গণপরিবহন না থাকায়

  |  ২১:০৬, মে ২৩, ২০২০

গ্রামে আপনজনদের সাথে ঈদ করার জন্য শেষ সময়েও অনেকেই রাজধানী ছাড়ছেন। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন এসব মানুষ। তবে, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনেই ঢাকা ছাড়ছেন বলে জানান তারা। ঈদকে সামনে রেখে ত্রিশ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হলেও করোনার সংক্রমন ছড়ানোর আশঙ্কায় গণপরিবহন চলার অনুমতি দেয়নি সরকার । তবে অনুমতি মিলেছে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা ছাড়ার । আর সে সুযোগে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে ।
শনিবার সকালে গাবতলী গিয়ে দেখা যায় ব্যক্তিগত গাড়ীর পাশাপাশি অনেকেই গ্রামের পথ ধরেছে ভাড়া করা গাড়ী, মাইক্রোবাসে করে । দুরের পথ এবং অনিরাপদ হলেও অনেকেই যাচ্ছেন মোটরসাইকেলে করে। আর গণপরিবহন না থাকায় রেন্ট এ কার, মাইক্রোবাস আর মোটরসাইকেলের ভাড়াও হাকছে কয়েক গুন বেশী। কোন উপায় না থাকায় বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন যাত্রীরা । এদিকে, এভাবে রাজধানী ছাড়ায় গ্রামাঞ্চলও করোনা সংক্রমনের ঝুকির মুখে পড়তে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানী ছাড়তে দিলেও গণপরিবহন চলতে না দেয়ায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ