Sobujbangla.com | মেয়র আরিফের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগ, সড়ক অবরোধ
News Head

মেয়র আরিফের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগ, সড়ক অবরোধ

  |  ১৪:২০, মার্চ ১১, ২০২০

সিলেট ফুটপাতে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করেছেন আরিফ চৌধুরী,সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সাথে থাকা লোকজন। এসময় স্ট্যান্ডে থাকা আরো কয়েকটি গাড়িতে হামলা করেন তারা।
বুধবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন শ্রমিকরা।
স্ট্যান্ডের চালক শাহেদ আলী জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন লোক নিয়ে এসে স্ট্যান্ডে থাকা গাড়িগুলো ভাঙচুর শুরু করেন এবং সাহেল নামের এক শ্রমিককে মারধর করেন। পরে শ্রমিকরা প্রতিহত করতে এগিয়ে এলে চলে যান তারা।
এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, রাস্তা পরিষ্কার নিয়ে চৌহাট্টায় মেয়রের সাথে গাড়ি শ্রমিকদের ঝামেলা হয়েছে। এসময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ