Sobujbangla.com | অভিযানে ভ্রাম্যমাণ আদালত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য স্থিতিশীল রাখতে
News Head

অভিযানে ভ্রাম্যমাণ আদালত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য স্থিতিশীল রাখতে

  |  ১৩:২৬, মার্চ ১০, ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। এসব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে র‍্যাব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাবুবাজার সার্জিক্যাল মার্কেটে অভিযান চালায় র‍্যাব। এসময় বেশ কিছু দোকানের গোডাউন থেকে বিপুল পরিমাণ মাস্ক উদ্ধার করা হয়। এসব ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, নোংরা কাপড়ের তৈরি দেশি মাস্ককে বিদেশি বলে বিক্রি করা হচ্ছে।
এদিকে রাজধানীর শাহবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের আরেকটি অভিযানে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এসময় দোকানগুলোতে ওষুধ প্রশাসনের বেঁধে দেয়া মূল্য তালিকা টাঙাতেও নির্দেশনা দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ