Sobujbangla.com | মাশরাফির অভিযানে ধরা খেলেন ৪ ডাক্তার
News Head

মাশরাফির অভিযানে ধরা খেলেন ৪ ডাক্তার

  |  ১৯:৫৭, এপ্রিল ২৮, ২০১৯

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাফরাফি বিন মুর্তজার আকস্মিক অভিযানে জেলা সদর হাসপাতালে উপস্থিত না পাওয়ায় চার চিকিৎসককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া (ওএসডি) হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ওএসডি হওয়া ডাক্তাররা হলেন, নড়াইল সদর হাসপাতালের সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. শওকত আলী ও ডা. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।
রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের ওএসডি করা হয়েছে। একই সঙ্গে চারজনকে কারণ দর্শাতে ভিন্ন ভিন্ন নোটিশ দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কাউকে কিছু না জানিয়ে টানা ২ ঘণ্টা নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন মাশরাফি বিন মুর্তজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ