Sobujbangla.com | শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি
News Head

শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি

  |  ২৩:০৪, জানুয়ারি ০৩, ২০১৯

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
এবার সরকার গঠনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নতুন নজির স্থাপন করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে শপথের পর দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো এ পদে অধিষ্ঠিত হলেন তিনি।
এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে বিএনপি ও তাদের ঐফ্রন্ট সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ